নতুন ভোটার নিবন্ধনের জন্য প্রয়োজনীয় দলিলাদি
* অনলাইন জন্মনিবন্ধন কপি
* শিক্ষাগত যোগ্যতার সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)
* পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের কপি
* স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)
* বিবাহ নিবন্ধনের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)
* নাগরিক সনদপত্রের মূল কপি।
* পরিশোধিত বিদ্যুৎ বিল; ইউটিলিটি বিল; হোল্ডিং ট্যাক্সের; হালনাগাদ ফটোকপি;
(বিল দাতার জাতীয় পরিচয়পত্রের কপি সংযুক্ত করতে হবে।)
* রক্তের গ্রুপের প্রতিবেদন।
* থানা নির্বাচন কর্মকর্তা কর্তৃক তদন্ত (প্রযোজ্য ক্ষেত্রে)
* পাসপোর্ট সাইজের ০১ কপি ছবি ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক
* প্রবাসী ভোটারদের ক্ষেত্রে পাসপোর্টের কপি এবং সর্বশেষ ভিসার কপি সংযুক্ত করতে হবে।
* অনলাইন রেজিস্ট্রেশন ফরম-2 নিম্নের ওয়েব সাইট থেকে পূরণ পূর্বক 1 পাতায় প্রিন্ট করতে হবে https://services.nidw.gov.bd/nid-pub/claim-account
* নিবন্ধন ফরম-2 এর দ্বিতীয় পাতায় 34 ও 35 নং ক্রমিকে সনাক্তকারী হিসেবে পিতা/মাতা/ভাই/বোনের NID নম্বর ও স্বাক্ষর এবং 40, 41 ও 42 নং ক্রমিকে যাচাইকারী হিসেবে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর/ক্ষমতা প্রাপ্ত ব্যক্তির নাম, NID নম্বর ও সীলসহ স্বাক্ষর নিতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস