ভোটার স্থানান্তরের জন্য প্রয়োজনীয় দলিলাদি
* ফরম-১৩
*আবেদনপত্রে ২য় পাতায় ক্ষমতাপ্রাপ্ত শনাক্তকারীর স্বাক্ষর ও সীল।
* আবেদনকারীর NID কপি।
* নিকাহনামা/বিবাহ নিবন্ধনের সত্যায়িত কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
* নাগরিক/প্রত্যয়নপত্র সনদের মূল কপি।
* পরিশোধিত বিদ্যুৎ বিল/পৌরকরের রশিদ হালনাগাদ কপি;
(বিল দাতার জাতীয় পরিচয়পত্রের সত্যয়িত কপি সংযুক্ত করতে হবে।)
* স্বামীর NID কপি (প্রযোজ্যক্ষেত্রে)।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস